জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের রায় ঘোষণা করা হবে আজ।
একইসঙ্গে খালেদা জিয়া ও অন্য দুই আসামির আপিল এবং খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিশনের ওপরও রায় ঘোষণা করা হবে এদিন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রায়কে কেন্দ্র করে আজ সকাল থেকে হাইকোর্ট ও আশেপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক প্রহরা লক্ষ্য করা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন