প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে প্রতিনিধিদল চূড়ান্ত করতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।
আজ বিকাল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে রবিবার সন্ধ্যায় সংলাপ চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠির সঙ্গে ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য সংযুক্ত করা হয়।
সংলাপের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ড. কামাল হোসেনকে পাঠানো এক চিঠিতে সংলাপের এই সময় জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন