ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচনায় জড়িত তিনজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
বুধবার তিনি সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা হলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখা প্রধান জিন্নাত আরা ও শিক্ষক হাসনা হেনা।
তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করার পাশাপাশি তাদের এমপিও বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম