বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন দলের বিজয় নিশ্চিত করতে নির্বাচন কমিশন নানা কৌশল ফন্দি-ফিকির করছে। সংসদ নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে, নির্বাচন কমিশনের (ইসি) খোলস ভেঙে তাদের আওয়ামী চেহারাটা ততো উন্মোচন হয়ে পড়ছে।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের ছকের মধ্য থেকেই কাজ করছেন কেএম নুরুল হুদা।বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এসময় রুহুল কবির রিজভী বলেন, বিএনপি হলেই অবৈধ আর আওয়ামী লীগের প্রার্থী হলেই বৈধ। আওয়ামী লীগের এইচটি ইমাম যে তালিকা সিইসিকে দিয়েছেন, তা-ই বৈধ বলে প্রকাশ করেছেন বিভিন্ন জেলার রিটার্নিং অফিসাররা। আওয়ামী লীগের বোধোদয় হচ্ছে না, ৭৫ সালের মতো এই এইচটি ইমাম যেকোনো মূহুর্তে চোখ উল্টে দিতে পারেন।
রুহুল কবির রিজভী বলেন, মনোনয়নপত্র বাছাইয়ে সরকারের মনোবাঞ্ছা বাস্তবায়ন করার পর এখন মাঠের নিয়ন্ত্রণ যাতে ক্ষমতাসীন দলের হাতেই থাকে, সেজন্য নির্বাচন কমিশন কখনও প্রকাশ্যে আবার কখনও পর্দার অন্তরালে নিরন্তর কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল