আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে উদ্দেশ্য করে বলেছেন, মিথ্যাচার বন্ধ করে বরং বিএনপি অফিসকে নির্বাচন পরিচালনা কাজে ব্যবহার করুন। এতে আপনাদের দল উপকৃত হবে।
আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী প্রচার উপ কমিটির নিয়মিত সভা শেষে সাংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপির নয়াপল্টন কার্যালয়ে রিজভী আহমেদ এবং তার অবর্তমানে বিএনপির অন্যান্য নেতারা সকাল-বিকেল সংবাদ সম্মেলনে নির্লজ্জ মিথ্যাচার করে সেটিকে রাজনৈতিক কার্যালয়ের পরিবর্তে মিথ্যাচার কেন্দ্রে রূপান্তরিত করেছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং নির্বাচন পদ্ধতির সংস্কার ও উন্নয়ন করেছে আওয়ামী লীগ, আর অন্য কোন দল নয়। এসময় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, তারেক সুজাত, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, শাকিল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার