মাদক, দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকাল ৪টায় গণভবনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদেরকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশসহ সার্বিক বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সুফল পেয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়েছে। সন্ত্রাস-দুর্নীতি বিএনপি জামায়াত জোটের এই ভরাডুবি।
তিনি আরও বলেন, দেশবাসী যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। স্বচ্ছ নির্বাচনের জন্য লড়াই করেছি।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৮/আরাফাত