''সরকার এখন পর্যন্ত চেষ্টা করছে ঐক্যফ্রন্টের কাউকে কাউকে নিয়ে শপথ পাঠ করিয়ে বিশ্ববাসীর সামনে নিজেদের গ্রহণযোগ্য করতে। কিন্তু, কোনো লাভ হবে না। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে, আমাদের কারও শপথ নেয়ার প্রশ্নই আসে না। দয়া-দাক্ষিণ্যে পাস করা ৬/৭ জনের আবার শপথ কিসের?''
সোমবার রাজধানীর পুরনো পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয়ক কমিটির বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এসব কথা বলেন।
এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এরই প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে এক ঘণ্টা ‘কালো ব্যাচ’ ধারণ কর্মসূচি ঘোষণা করেন। এবং নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জানান।
আব্দুস সালাম আরও বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হতে পারে না। এবার কোনো ভোট হয়নি। এজন্য আমরা এই ভোট প্রত্যাখ্যান করেছি।'
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার, নবীউল্লাহ নবী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, রফিকুল ইসলাম পথিক, জেএসডি নেতা মমিনুল ইসলাম, বিকল্পধারা (একাংশ) মহাসচিব শাহ আহমদ বাদল, জনদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব