আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদের জন্য দ্বিতীয় দিনের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
এর আগে সোমবার সকালে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। ফরম বিক্রি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তবে শেষ দিন (৮ ফেব্রুয়ারি) এ কার্যক্রম চলবে দুপুর পর্যন্ত।
উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ১২ জেলার ৮৭ উপজেলায় নির্বাচনের অনুষ্ঠানে রবিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এসব উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ১০ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।
এছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।
আর পঞ্চম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম