লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আবারও ক্ষমতায় আসায় বাংলােদশের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত সব সমস্যা মোদির নতুন সরকারের সময় সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার আওয়ামী লীগের সম্পাদকমন্ডলির সভা শেষে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক বিজয় নিয়ে অধিক শক্তিশালী হয়ে ক্ষমতায় আসছেন। আশাকরি এবার ভারতের সঙ্গে তিস্তাসহ বাংলাদেশের অমীমাংসিক সব সমস্যা সমাধান হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম