ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে শুক্রবার বিকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৫১৪) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কূটনৈতিক কোরের ডীন, বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারী, তিন বাহিনীর প্রধানরা ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ গত বুধবার নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ছেড়ে যান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন