পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর থেকে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বিআরটিসি। এই প্রথম ৩০টি বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
আগামী সোমবার (৩ জুন) সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় এসব বাস অবস্থান করবে। ওই দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গার্মেন্ট ছুটির পর এসব বাসে করে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন গার্মেন্টকর্মীরা।
এছাড়া রাজধানী ও এর আশপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা ২৯টি বাস বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ইতোমধ্যেই বুকিং দিয়েছেন।
এ প্রসঙ্গে বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন ট্রাক) মো. মনিরুজ্জামান বাবু বলেন, ঈদের সময় গার্মেন্ট কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা পরিবহন সংকটে থাকেন। এতে করে তারা অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এ জন্য আমরা এবছর ৩০টি বাস দিয়েছি গার্মেন্ট শ্রমিকদের জন্য।
তিনি আরো বলেন, এছাড়া ঈদে সাধারণ যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির বিভিন্ন ডিপোতে আরও ৫০টি বাস রিজার্ভ রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল