বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে রবিবার (২ জুন) সকাল ৯টা ২০ মিনিট থেকে এই রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআেইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ঘাটে অপেক্ষমান গাড়ির সংখ্যা কম। দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে।
বিডি প্রতিদিন/হিমেল