কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ১১টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
এরআগে ঝোড়ো বাতাস ও প্রচণ্ড বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিডি প্রতিদিন/হিমেল