দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে বরিশালে সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। বেলা ১২টার দিকে বিআইডব্লিউটিএর এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এই নিষেধাজ্ঞার ফলে বরিশাল নদী বন্দর থেকে আভ্যন্তরীন ও দূরপাল্লাসহ সকল যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
এদিকে বেলা ১২ টার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পরে। সাথে দমকা হাওয়া বইতে থাকে এবং বেলা সাড়ে ১২ টার দিকে বৃষ্টিপাতও শুরু হয়।
আকস্মিক বৃষ্টিপাতের কারণে ঈদ বাজার করতে যাওয়া মানুষগুলো কিছুটা বিড়ম্বনায় পড়লেও প্রচণ্ড গরমে বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ৫ জুন পর্যন্ত বরিশালে হঠাৎ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল