ঈদুল ফিতর উদ্যাপনে শেষ সময়ে আজ সোমবারও ঢাকা ছাড়ছে মানুষ। তবে আজ তুলনামূলক ভিড় কম থাকলেও প্রথম দুইদিনের মতো চতুর্থ দিনেও (আজ) কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময় ধরে ছাড়তে পারেনি কয়েকটি ট্রেন।
জানা গেছে, ঈদে যাত্রী সেবার চতুর্থদিনে আজ সোমবার সুন্দরবন, নীলসাগর ও রংপুর এক্সপ্রেস বিলম্ব করছে। এছাড়া সকাল ৯টা পর্যন্ত মোটামুটি শিডিউল মেনেই ছেড়েছে সবক'টি ট্রেন।
যারা গত ২৫ মে ট্রেনের আগাম টিকিট কেটেছিলেন, তারা সোমবার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। গত কয়েকদিনের তুলনায় সোমবার কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কিছুটা কম।
রেলওয়ের তথ্য অনুযায়ী, সোমবার খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সোয়া ৬টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটি ছেড়েছে সোয়া ৮টায়। চিলাহাটীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১১টায়। এছাড়া রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়ে যায় ১০টার পড়ে।
বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, অন্য যেকোনো বছরের তুলনায় শিডিউল মেনেই সময়মতো ছাড়ছে ট্রেন। তবে দু’একটি ট্রেন বিলম্ব করছে, সেগুলো যাতে বেশি বিলম্ব না হয়, সেই চেষ্টাই করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম