চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বাংলাদেশে। চাঁদ না উঠলে ৬ জুন ঈদুল ফিতর উদযাপন করা হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে, আগামী তিন দিন বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। সুতরাং বৃষ্টি বন্দী হয়েও কাটাতে হতে পারের এবারের ঈদ।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বিডি প্রতিদিন/ফারজানা