Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ জুন, ২০১৯ ১৭:৪১

গড় আয়ু বেড়ে ৭২.৩ বছর

অনলাইন ডেস্ক

গড় আয়ু বেড়ে ৭২.৩ বছর

বিগত বছরের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। নতুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। এর মধ্যে পুরুষের আয়ু ৭০.৮ বছর আর নারী ৭৩.৮ বছর। 

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগারগাঁওয়ের পরিসংখ্যানে ভবনে এ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব কথা জানান। 

এর আগে, ২০১৭ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর ছিলো। এছাড়া ২০১৬ সালে ৭১.৬ বছর, ২০১৫ সালে ৭০.৯ বছর, ২০১৪ সালে গড় আয়ু ছিলো ৭০.৭ বছর ও ২০১৩ সালে গড় আয়ু ছিলো ৭০.৪ বছর। 

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পুরুষের তুলনায় নারীরা ৩ বছর বেশি বাঁচেন। এ প্রসঙ্গে এমএসভিএসবি প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক বলেন, নারীদের রোগবালাই কম হয়। তারা উচ্চ রক্তচাপে কম ভোগেন। তাই তাদের গড় আয়ু বেশি।

বিবিএস জানায়, দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১৩ ভাগ। মাথাপিছু আয়ের পরিমাণ ১ হাজার ৯০৯ ডলার। এ ছাড়া অর্থনৈতিক ও সামাজিক সূচকে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে। দেশে দারিদ্রের হার কমছে। ক্ষুধামুক্ত দেশ সব খাতে এগিয়ে যাচ্ছে। এমএসভিএস প্রকল্পের ২০১৮ সালের জরিপে উঠে এসেছে এরকম চিত্র। 

বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৯/মাহবুব


আপনার মন্তব্য