বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার যে জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তা দেশের জনগণের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। তারা ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে।
শুক্রবার (২১ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, জনগণ ও সারাবিশ্বের মানুষ জানে যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। ক্ষমতা দখল প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে কারাগারে রাখা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার দেশনেত্রী খালেদা জিয়ার জামিনে হস্তক্ষেপ করছে বলেই সরকারের এমপি-মন্ত্রীরা প্রতিনিয়ত নিজেদের প্রোটেক্ট করার জন্য বলে বেড়াচ্ছেন যে, তারা খালেদা জিয়ার জামিনে হস্তক্ষেপ করছেন না। তারা যদি হস্তক্ষেপ নাই করে থাকেন তবে এমন প্রশ্ন আসে কেন?’
নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদী যুব সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবিরা নাজমুল, নিপুন চন্দ্র রায় চৌধুরী, মো. ফরিদ উদ্দিন, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির এবং কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল