ট্রলারযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ (২১ জুন) সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। যার মধ্যে আজ সন্ধ্যায় ফিরলেন ১৭ বাংলাদেশি। উদ্ধার হওয়া ৬৪ জনের মধ্যে অন্যদেরও ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল