বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ বিকালে বসছে। বৈঠকটি বিকাল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত হবেন তারেক রহমান।
এর আগে গত শনিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকটি মুলতবি রেখে শেষ হয়। আজকের বৈঠকে সদ্য পদোন্নতি পাওয়া স্থায়ী কমিটির দুই সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকেও অংশ নিতে বলা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি নির্ধারণ করা হবে। এছাড়া ছাত্রদলের কমিটি নিয়ে বিদ্যমান সংকটের বিষয়টিও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনা হবে।
একটি সূত্রে জানা যায়, গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতাদের মধ্যে বাদানুবাদ হয়। দেড় মাস পর অনুষ্ঠিত ওই বৈঠকে দলের নির্বাচিত এমপিদের শপথ ইস্যুতে দুই নেতা বিতর্কে জড়িয়ে পড়েন। পরে আরেক নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং দ্বন্দ্বের নিরসন হয়।
বিডি প্রতিদিন/হিমেল