বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আন্দোলনরত ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে ফিরে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। ছাত্রদলের কমিটিতে থাকতে বয়সের নিয়ম বাতিলের দাবিতে আগে থেকেই সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ের বাইরে এসে আইনজীবীদের কর্মসূচিতে অংশ নিতে গেলে সেখানে আন্দোলনরত ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি।সেখানেই কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে রিজভী দলীয় কার্যালয়ে ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৯/মাহবুব