জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিল হতে যাচ্ছে। কমিটি গঠনে আগামী ১৫ জুলাই কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিলের তারিখ ঘোষণা করেন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির নেতা ও আপিল কমিটির প্রধান শামসুজ্জামান দুদু।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, নির্বাচনের মাধ্যমে ছাত্রদলের আগামী কমিটি গঠন করা হবে।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, সম্মেলনের লক্ষ্যে ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। ভোটার তালিকা নিয়ে আপত্তি থাকলে ২৫ জুনের মধ্যে জানাতে হবে। আর ২৬ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৩ জুলাই পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। ১৫ জুলাই সকাল ৯ টা থেকে কাউন্সিলে ভোগ গ্রহণ শুরু হবে, যা শেষ হবে ৩টা পর্যন্ত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন