বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই আসনে এবার প্রথমবারের মতো ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ। ১৪১ কেন্দ্রে ৯৬৫ বুথে ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এই উপনির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে লড়াই হবে নৌকা, ধানের শীষ ও লাঙ্গলের মধ্যে।
প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএমটি জামান নিকেতা (নৌকা), জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের জেলা আহ্বায়ক ড. মনসুর রহমান (ডাব), মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল (আপেল) ও সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক)।
বগুড়া উপনির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ২০টি ও সদর উপজেলার ১১ ইউনিয়ন নিয়ে বগুড়া-৬ (সদর) আসন। ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন।
উল্লেখ্য, এই আসনে ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৭ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
বিডি প্রতিদিন/কালাম