শিরোনাম
- নেত্রকোনায় ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব নদী দিবস
- অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে শ্লীলতাহানীর অভিযোগ
- আইএসইউ ফুটবল ফেস্ট উদ্বোধন
- কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা
- পঞ্চগড়ে বিশ্ব নদী দিবস উদযাপন
- ঢাকার ৮৯ পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার
- নারায়ণগঞ্জে নির্যাতনের শিকার শিশুকে তালা ভেঙ্গে উদ্ধার
- আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫
- ২১ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে : সিইসি
- দুর্লভ খনিজ পদার্থ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
- রংপুর বিভাগে ৫,৩৪৩ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু
- শেখ হাসিনার মামলায় সরাসরি সম্প্রচারে দেখানো হলো ১৭ ভিডিও
- তীব্র যানজটে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী
- বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু
- পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ সদস্য মোতায়েন
- নীলফামারীতে ট্রলির ধাক্কায় মাদ্রাসা সহ-সুপার নিহত
- বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
- নাজিরপুরে শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান
- নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড
ফারুক হত্যা মামলায় সাঈদীসহ ১০৪ জনের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ফারুক হোসেন হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ ১০৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১১০ আসামির মধ্যে ৬ জনের মৃত্যু হওয়ায় তাদের অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবিরের আদালতে সাঈদীকে তোলা হয়। দু'পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে ফারুক হত্যামামলার আনুষ্ঠানিক বিচারক শুরু হলো।
২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাবিতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হন। এ ঘটনায় রাবি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন। এ মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ ও দেলোওয়ার হোসেন সাঈদীকেও আসামি করা হয়।
রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা ও জজ আদালতের সরকারী কৌঁসুলি শিরাজি শওকত সালেহীন জানান, মামলায় মোট আসামির সংখ্যা ১১০ জন। ২০১২ সালের জুলাই মাসে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার শুনানি ছিল। শুনানি শেষে বিচারক ১০৪ নামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৬ জন মারা যাওয়ায় তাদের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।
সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট মীজানুল ইসলাম জানান, তিনি সাঈদীসহ অন্য আসামিদের অভিযোগ থেকে মুক্তির আবেদন করেছিলেন। কিন্তু আদালতের বিচারক তার আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে।
তিনি আরও জানান, মামলার ৬০ জন আসামি জামিনে আছেন। বাকিরা পলাতক। এ মামলায় সাঈদীরও জামিন আছে। তবে অভিযোগ গঠনের সময় আসামিদের হাজির থাকতে হয়। তাই সাঈদীকে রাজশাহী আনা হয়েছিল।
মামলার অভিযোগপত্রের বরাত দিয়ে আইনজীবী শওকত সালেহীন বলেন, ফারুক হত্যাকাণ্ডের দুই দিন আগে ৭ ফেব্রুয়ারি মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাঈদী ও রাজশাহী জামায়াতের শীর্ষ নেতারা শহরে ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই নেতারা বিশ্ববিদ্যালয়ে একটি খুনের নির্দেশনা দেন। এরপর ৮ ফেব্রুয়ারি থেকেই প্রস্তুতি নেয় ছাত্রশিবির। ৯ ফেব্রুয়ারি তারা সংঘর্ষ বাধিয়ে ছাত্রলীগ কর্মী ফারুককে হত্যা করে।
তাই দেলাওয়ার হোসেন সাঈদীসহ সব আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া শুধু সাঈদীর বিরুদ্ধে প্ররোচনা দেয়ার ১০৯ ধারায় আরও একটি অভিযোগ আনা হয়েছে। প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
অভিযোগের শুনানির সময় আসামিপক্ষে অন্তত ১০ জন আইনজীবী ছিলেন। তাদের নেতৃত্ব দেন আইনজীবী মীজানুল ইসলাম। আদালতে দেলোওয়ার হোসেন সাঈদীর দুই ছেলেও উপস্থিত ছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হলো। মামলার আগামী ধার্য দিন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মামলাটিতে প্রায় শতাধিক সাক্ষী রয়েছেন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

এবার প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, জানালেন 'পালাবেন না'
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্যস্ততার কারণে নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি ভেন্ডর প্রশাসনকে জানায়নি: উপাচার্য
৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের, প্রয়োজনে ‘পূর্ণ শক্তি’ ব্যবহারের অনুমতি
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম