ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। দুই সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে
অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ।
এসময় সাদেক হোসেন খোকা বড় ছেলে ইশরাক এবং ছোট ছেলে ইশফাক বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন