পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজাউল আহসানকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি ওই আদেশে জানানো হয়, সরকার পল্লী ও উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে অতিরিক্ত সচিব মো. রেজাউল আহসানকে নিয়োগ দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে জানানো, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার আগামী ৭ নভেম্বর চাকরি থেকে অবসর নেবেন। তার অবসরোত্তর এক বছরের ছুটি মঞ্জুর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব