২০ জানুয়ারি, ২০২০ ১১:২২

সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড, দুইজন খালাস

অনলাইন ডেস্ক

সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড, দুইজন খালাস

সিপিবির সমাবেশে বোমা হামলা মামলার রায় দীর্ঘ ১৯ বছর পর আজ সোমবার ঘোষণা করা হয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এতে ১০ জনের মৃত্যুদণ্ড ও দুইজন খালাস দেয়া হয়েছে।

এর আগে গত বছর ১ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়।

মামলা সূত্রে তথ্য, ২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে বোমা হামলায় ৫ জন নিহত হন। ২০ জন আহত হন। ওই ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মঞ্জুরুল আহসান খান বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন।

মামলায় ১৩ আসামি হলেন- মুফতি আবদুল হান্নান, মুফতি মাঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মো. মশিউর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আবদুল হাই, মুফতি শফিকুর রহমান, রফিকুল ইসলাম মিরাজ ও নুর ইসলাম। আসামিদের মধ্যে মুফতি আবদুল হান্নানের ব্রিটিশ হাইকমিশনার হত্যাচেষ্টা মামলায় ফাঁসি কার্যকর হওয়ার পর এ মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর