সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের মতো সংসদীয় কমিটির সভাপতি হিসেবে গাড়ি, ড্রাইভারসহ জ্বালানি সুবিধা দাবি করেছেন সংসদীয় কমিটির সভাপতি। এবিষয়ে সরকারিভাবে এনটাইটেলমেন্ট প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রতি সুপারিশও করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। জন-প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ,স,ম, ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র,আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ এবং মোকাব্বির খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে শেষে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, সংসদীয় কমিটিগুলো সরকারের ‘ওয়াচডক’ হিসেবে কাজ করে। কিন্তু তারা সংসদে অফিস ও আপ্যায়ন ভাতা ছাড়া আর কিছু পান না। এজন্য সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে গাড়ি ও ড্রাইভারের সাথে জ্বালানি সরবরাহের জন্য এনটাইটেলমেন্ট প্রদানের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য বর্তমানে ‘সংসদ সদস্য (পারিতোষিক ও ভাতাদি) আদেশ, ১৯৭৩’ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, একজন এমপি সংসদীয় কমিটির প্রতি বৈঠকে উপস্থিতির জন্য ১ হাজার টাকা সন্মাণী ভাতা পান। প্রতি কিলোমিটার ১০ টাকা হারে যাতায়াত ভাড়া বা বিমান ভাড়া পান। এমপি হিসেবে শপথ নেয়ার সময় যে ঠিকানা ব্যবহার করা হয় সেই ঠিকানা অনুযায়ী ভাড়া নির্ধারিত হয়। এছাড়া সংসদীয় কমিটির সভাপতিরা সংসদ ভবন বা সংসদ ভবন এলাকায় সরকারি কার্যালয় ও অফিস খরচ পেয়ে থাকেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সংসদীয় কমিটির সভাপতিকে যদি গাড়ি ও ড্রাইভার প্রদান করা হয়, সেক্ষেত্রে জ্বালানী পেতে এনটাইটেলমেন্ট প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বৈঠকে সুপারিশ করা হয়। এছাড়া বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে শীঘ্রই সুপারনিউমারি পদ সৃজন করে পদোন্নতি প্রদানের সুপারিশ করা হয়। পাশাপাশি জনমুখী জন প্রশাসন গড়ে তুলতে শুদ্ধাচার নীতি বাস্তবায়ন ও ব্যাপক প্রসারে পদক্ষেপ গ্রহনের সুপারিশ করা হয়। বৈঠকে সার্বিকভাবে তামাক নিয়ন্ত্রণে তামাকের প্রকৃত মূল্য ও কর বৃদ্ধির সুপারিশ করা হয়।
বৈঠকে জন-প্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার