১২ জুলাই, ২০২০ ২১:৫৮

রিমান্ড শেষে ময়ূর-২ লঞ্চের মালিক কারাগারে

আদালত প্রতিবেদক

রিমান্ড শেষে ময়ূর-২ লঞ্চের মালিক কারাগারে

প্রতীকী ছবি

বুড়িগঙ্গা নদীতে এমএল মর্নিং বার্ড ডুবিতে প্রাণহানির মামলায় ময়ূর লঞ্চের-২ মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে রিমান্ড শেষে কারগারো পঠিয়েছেন আদালত। আজ ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহজাদী তাহমিদা এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম তিন দিনের রিমান্ড শেষে আসামি সোয়াদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।  

এর আগে গত ২৯ জুন ঢাকা সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চ ডুবে অন্ত ৩৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নৌ-পুলিশে এসআই শামছুল আলম বাদী হয়ে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকে আসামি সোয়াদ পলাতক ছিলেন। পরে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর