জেএমবির নারী বাহিনীর সদস্য আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিমকে গ্রেফতারের পর বিস্মিত হয়েছেন বাংলাদেশের গোয়েন্দারা। জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী প্রজ্ঞা দেবনাথ ধর্ম পরিবর্তন করে নতুন নাম নিয়েছেন আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম।
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালি থানার পশ্চিম কেশবপুর গ্রামে হিন্দু ঘরে জন্ম নেওয়া প্রজ্ঞা দেবনাথ ক্লাস নাইনে পড়ার সময়ে ধর্মান্তরিত হয়ে নতুন নাম গ্রহণ করেন। অনলাইনে তার সঙ্গে আলাপ হয় জেএমবির নারী শাখার প্রধান আসমানি খাতুন আসমার। তারপরে তিনিও জেএমবিতে নাম লেখান।
বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এরপর তিনি কখনও ঢাকা, কখনও পশ্চিমবঙ্গে থাকছিলেন। পশ্চিমবঙ্গ থেকে সংগঠনের চাঁদা তুলে বাংলাদেশ নিয়ে আসতেন তিনি। ওমান প্রবাসী এক বাংলাদেশিকে তিনি টেলিফোনে বিয়ে করেছেন। পুলিশ জানিয়েছে, তার প্রবাসী স্বামীও জঙ্গি সংগঠনটিকে মোটা টাকা দেয়।
শুক্রবারই ঢাকার সদরঘাট এলাকা থেকে মোহনাকে গ্রেফতার করা হয়েছে। ভুয়া নথি দিয়ে বাংলাদেশে নাগরিক পরিচয়পত্রও তৈরি করেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন