বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই অধ্যাপক আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট পাঠানো এক চিঠিতে ভারতের রাষ্ট্রপতি বলেন, আপনার ছোট ভাই অধ্যাপক আবদুল হাইয়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিক্ষা ও আর্থ- সামাজিক খাতে বিশেষ ভূমিকা পালন করেছেন।
রাম নাথ কোবিন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১৭ জুলাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই অধ্যাপক আবদুল হাই মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন