বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে যোগদান করেন। এর আগে জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে নির্বাচিত হন অধ্যাপক শামসুজ্জামান খান। কিন্তু পরবর্তীতে তিনি বাংলা একাডেমিতে সভাপতি হিসেবে যোগদান করেন। এজন্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
জাতীয় জাদুঘরের নবনিযুক্ত বোর্ড অব ট্রাস্টিজের সভাপতির মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে।
প্রসঙ্গত, জাতীয় জাদুঘর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য রয়েছে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্নবোর্ড। বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ ১৯৮৩-এর ৬নং ধারার ক্ষমতা বলে এই বোর্ড গঠন করা হয়। গত ২৯ আগস্ট ২০১৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের পুনর্গঠন করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত