৪৩তম বিসিএস পরীক্ষার জন্য করা ৮১ জন পরীক্ষার্থীর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (বিপিএসসি)। তারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন। এরপর তারা পুনরায় আবেদনের সুযোগ চেয়ে দরখাস্ত করেন। এরই ভিত্তিতে তাদের আবেদন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে পুনরায় আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুনরায় আবেদনকারী প্রার্থীদের ৩০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর ৮১ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পুরণকৃত আবেদনপত্র বাতিলপূর্বক পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন কর্তৃক নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরের ৮১ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমাদানের বিষয়ে অনুমোদন প্রদান করা হয়েছে।’
আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ