এক বাংলাদেশি তরুণীকে ভারতে যৌন নির্যাতনের ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আশরাফুল মন্ডল ওরফে ‘বস রাফি’ আন্তর্জাতিক নারীপাচার চক্রের অন্যতম মূলহোতা বলেও জানিয়েছে র্যাব। আজ মঙ্গলবার এ খবর নিশ্চিত করেন র্যাবের গোয়ান্দা শাখার প্রধান লে. কর্নেল খাইরুল ইসলাম।
জানা গেছে, সোমবার রাতে ঝিনাইদহ, যশোর ও অভয়নগরে অভিযান চালিয়ে বস রাফিসহ এ চক্রের চারজনকে গ্রেফতার করা হয়। বাকিরা হলেন ম্যাডাম শাহিদা, আরমান শেখ ও ইসমাইল। এ বিষয়ে আরও বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগে ভারতের কেরালায় ওই তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতন করা হয়। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। বাংলাদেশি কয়েকজন যুবক ও এক নারী ওই তরুণীকে নির্যাতন করেন। ওই তরুণীকে কেরালা রাজ্যে পাচার করেন বাংলাদেশি রিফাতুল ইসলাম হৃদয় বাবু ওরফে টিকটক হৃদয় ও তার সহযোগীরা।
ওই তরুণীকে টিকটকে অভিনয়ের লোভ দেখিয়ে ভারতে নিয়ে যান হৃদয়। তরুণীকে উদ্ধারের পর প্রথমে বায়প্পানাহল্লি থানায় এবং পরে বাউরিং হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয়। তখন নির্যাতনের ঘটনায় ৬ অভিযুক্তকে গ্রেফতার করে ভারতের বেঙ্গালুরু পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক