রাজধানীর পল্লবীতে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি, লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে জামিন দেননি হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফরিদ উদ্দিন আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৬ মে পল্লবীতে সন্তান মাশরাফির সামনে শাহীন উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মে বিকেলে শাহীন উদ্দিনকে ডেকে নিয়ে ৭ বছরের ছেলে মাশরাফির সামনে হত্যা করা হয়। এ ঘটনার পর ২০ মে এম এ আউয়ালকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা