২৯ নভেম্বর, ২০২১ ২০:৪৭

হাসপাতালে আরও ৭৫ ডেঙ্গুরোগী

অনলাইন ডেস্ক

হাসপাতালে আরও ৭৫ ডেঙ্গুরোগী

হাসপাতালে আরও ৭৫ ডেঙ্গুরোগী। ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন রয়েছেন। এ নিয়ে বর্তমানে সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গরোগীর সংখ্যা ৩৯২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৮৫ জন ও বেসরকারি হাসপাতালে ১০৭ জন।

নতুন ভর্তি ৭৫ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ৩৯ এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন আছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৬৬৩ জন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর