সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান (বিচারপতি টি এইচ খান) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সোমবার এক শোকবার্তায় বলেন, বিচারপতি টিএইচ খান বাংলাদেশের রাজনীতি, আইন ও বিচার বিভাগে এক অনন্য নাম। মন্ত্রিসভার সদস্য হিসেবে বিচারপতি টি এইচ খান দেশগঠনে সফলতার স্বাক্ষর রাখেন। তিনি ময়মনসিংহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে প্রভূত অবদান রাখেন। বিচারক হিসেবে তিনি সবসময় ন্যায়বিচার নিশ্চিত করেছেন। সদালাপী ও পরোপকারী হিসেবে তার খ্যাতি রয়েছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী মরহুম টিএইচ খান সঙ্কীর্ণতার অনেক ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের স্বার্থে যে ভূমিকা পালন করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
ইউট্যাবে নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডি প্রতিদিন/ফারজানা