শারীরিক চেক-আপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
আজ বুধবার বিকেল তিনটার পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে টানা ৮০ দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি রাতে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ অবস্থান করছেন।
তার চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া পুরোপুরি সুস্থ সেটা বলা যাবে না। তবে আগের চেয়ে তিনি ভাল আছেন। বর্তমানে করোনা ঝুঁকির কারণে তাকে হাসপাতালের পরিবর্তে বাসায় রেখে চিকিৎসা দেওয়াটা সেফ মনে করছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন