তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান।
তাকে এ নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্য আদেশে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নুরুন্নবী কবীরকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া খানমকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ