জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীকে সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। তাকে এই পদমর্যাদা দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গত ২২ ফেব্রুয়ারি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া কর্মকর্তা মনজুর আহমেদ চৌধুরীকে তার কর্মকালীন সরকারের সচিব পদমর্যাদা ও এ সংশ্লিষ্ট সুবিধাদি দেওয়া হলো।’
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) এস এম আলী কবীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ জানুয়ারি মারা যান। এরপর ২২ ফেব্রুয়ারি কীটতত্ত্ববিদ ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি মনজুর আহমেদ চৌধুরীকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ