২০ মে, ২০২২ ১৫:৫৬

রিজার্ভ নিয়ে মিথ্যা বলছে সরকার : মান্না

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ নিয়ে মিথ্যা বলছে সরকার : মান্না

মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে সরকার।

তিনি বলেন, করোনাকালে সরকার আমাদের সান্ত্বনা দিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে। বেশি বেশি রেমিট্যান্স আসছে। এখন বোঝা যাচ্ছে রিজার্ভ নিয়ে সরকার মিথ্যা বলছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক যুব ঐক্য আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, সরকার দেউলিয়া হতে বসেছে। বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ আছে, তা দিয়ে মাত্র ৫-৬ মাস বিদেশি ব্যয় মেটানো সম্ভব। এরপর আর ব্যয় মেটাতে পারবে না। তার মানে সরকার দেউলিয়া হতে বসছে।

তিনি বলেন, যখন পদ্মা সেতু বানানোর কাজ শুরু করেছিলেন, তখন বলেছিলেন ১২ হাজার কোটি টাকায় আপনারা এ কাজ করতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে এ সেতুর পেছনে খরচ হয়েছে ৪২ হাজার কোটি টাকা। পদ্মা সেতুর ব্যয় মেটাতে ১৫-২০ বছর বা তারও বেশি সময় লাগতে পারে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর