রাশিয়ার সেনা অভিযানের পর থেকেই কৃষ্ণসাগরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ইউক্রেন। তাই বহির্বিশ্বে খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না জেলেনস্কির প্রশাসন। আর যেটুকু রপ্তানি করা যাচ্ছে, সেই জাহাজগুলোও আছে নিরাপত্তা শঙ্কায়।
তাই খাদ্যশস্য রপ্তানির বিষয়ে তুরস্ক ও জাতিসংঘের সঙ্গের সাথে আলোচনা করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গতকাল জেলেনস্কি বলেন, ‘আমাদের বন্দর ছেড়ে যাওয়া শস্যের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা তুরস্ক ও জাতিসংঘের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘কেউ আমাদের জাহাজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুক, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাশিয়াকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আমাদের বন্দরে খাবার নিয়ে যেসব জাহাজ আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।’
বিশ্বের শীর্ষস্থানীয় খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর একটি ইউক্রেন। তবে সাম্প্রতিক সময়ে দেশটি রাশিয়ার বিরুদ্ধে তার রপ্তানিমুখী জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করেছে। তবে মস্কোর দাবি, তারা খাদ্যশস্য পরিবহণে কোনো বাধা দিচ্ছে না।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের গুদামগুলো থেকে শস্য চুরিরও অভিযোগ তুলেছে কিয়েভ। এমন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ‘ইউক্রেনীয় শস্যবাহী’ আলোচিত একটি রুশ জাহাজ আটক করেছে তুরস্ক।
তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বোডনার বলেন, তদন্তকারীদের একটি বৈঠক থেকে জাহাজটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: ইউএসএন
বিডি প্রতিদিন/নাজমুল