দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল কিল-ঘুষি মারার পর সংবাদ সম্মেলন করে বিষয়টি রাজনৈতিক ও সামাজিক সুরহার জন্য আল্টিমেটাম দিয়েছিল বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন।
বিষয়টি দলীয় সভানেত্রীর নির্দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপজেলা চেয়ারম্যান ও এমপিকে মিলিয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও উপজেলা পরিষদ এসোসিয়েশন গৃহীত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে বিষয়টি সাংগঠনিকভাবে নিরসনের কতিপয় উদ্যোগ গ্রহণ, প্রকৃত ঘটনা উদঘাটন ও নিরসনের জন্য তদন্ত কমিটি গঠন করায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি হারুন-অর রশীদ হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত