এবি যুবপার্টির ৮৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি শুক্রবার বিকালে রাজধানীর বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা করা হয়েছে। কমিটি গঠন টিমের প্রধান আব্দুল ওহাব মিনার এবিএম খালিদ হাসানকে আহ্বায়ক, এম ইলিয়াসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মোস্তাক আহমেদকে যুগ্ম আহ্বায়ক এবং শাহাতুল্লাহ টুটুলকে সদস্য সচিব করে ৮৪ সদস্য বিশিষ্ট এবি যুব পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটি গঠন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী বলেন, নবগঠিত এবি যুবপার্টি বাংলাদেশের যুব সমাজকে নতুন পথ দেখাবে ইনশাআল্লাহ। এবি পার্টি বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। এবি যুবপার্টি আগামী দিনে সেই লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল ওহাব মিনার বলেন, গোটা দেশে লাখ লাখ যুবক মাদকাসক্ত। সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল ডিভাইস। অথচ একটি দেশ বিনির্মাণে যুবকরাই প্রধান শক্তি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, এবি পার্টি জন্মের পর আজ আরেকটি ঐতিহাসিক দিন। রাজনৈতিক পট পরিবর্তন ও দেশ পুনর্গঠনে যুব সমাজরাই প্রধান ভূমিকা রাখে।
বিএম নাজমুল হক বলেন, এবি যুবপার্টি একটি স্বপ্ন। নতুন কমিটি সেই স্বপ্ন পূরণের কারিগর। ইনশাআল্লাহ এই টিম গোটা দেশে এবি পার্টিকে নতুন ভাবে উপস্থাপন করবে।
সভাপতির বক্তব্যে খালিদ হাসান বলেন, আজ এবি যুবপার্টির মাধ্যমে আমরা একটা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। পার্টির কেন্দ্রীয় নেতারা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো দায়িত্ব যথাযথভাবে পালন করতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবি পার্টির অর্থ-সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সিনিয়র সহকারী সদস্য সচিব ও রংপুর জেলা আহ্বায়ক আব্দুল বাসেত মারজান, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান, যুবনেতা শাহাদাতুল্লাহ টুটুল, দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসাইন, কুষ্টিয়া জেলা সমন্বয়ক আবু বকর সিদ্দিক, জামালপুর জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আশরাফ মাহমুদ রুমেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবিএম খালিদ হাসান পরিচালনা করেন এম ইলিয়াস আলী।
বিডি প্রতিদিন/আরাফাত