শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আব্দুল আল শামীম প্রমুখ।
পরে শহীদ শেখ রাসেল ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামানা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন