ময়মনসিংহ-৮ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ফখরুল ইমামকে সংসদের নতুন বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে।
জাপা চেয়ারম্যান জিএম কাদের দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে সোমবার তাকে নতুন বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেন।
এ সংক্রান্ত চিঠি সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে যাবে। স্পিকারের স্বীকৃতি পেলে মসিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন ফখরুল ইমাম।
বিডি প্রতিদিন/আরাফাত