২৩ মার্চ, ২০২৩ ২০:৩৯

'শিগগিরই মুরগি ও গরুর মাংসের দাম না কমালে সরকার আমদানির পথে হাঁটবে'

অনলাইন ডেস্ক

'শিগগিরই মুরগি ও গরুর মাংসের দাম না কমালে সরকার আমদানির পথে হাঁটবে'

জসিম উদ্দিন (সংগৃহীত ছবি)

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন জানিয়েছেন, দেশের বাজারে শিগগিরই মুরগি ও গরুর মাংসের দাম না কমালে সরকার এগুলো আমদানির পথে হাঁটবে। এতে এফবিসিসিআই-এর আপত্তি নেই।

বৃহস্পতিবার রাজধানীর এফবিসিসিআইয়ের বোর্ডরুমে ‘রমজান উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি’ নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘শিগগিরই বাজারে মুরগি ও গরুর মাংসের দাম না কমালে সরকার আমদানির পথে হাঁটবে। এ ক্ষেত্রে ভোক্তাদের স্বস্তির কথা ভেবে সরকারের আমদানির সিদ্ধান্তে আপত্তি জানাবে না এফবিসিসিআই।’

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার বেশি হওয়া উচিত নয়, কিন্তু সেটি ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।’

এফবিসিসিআই বলছে, ব্যবসায়ীরা ডিম ও ব্রয়লার মুরগির দাম না কমালে, শিগগিরই এসব খাদ্যদ্রব্য আমদানির পথে হাঁটার স্পষ্ট বার্তা দিয়েছে সরকার।

মুরগির ডিমের দাম নিয়ে যখন এতো আলোচনা, তখন মতবিনিময় সভায় উপস্থিত হননি মুরগি ও ডিম উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধিই। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ‘কয়েক দিন ধরে ব্রয়লার মুরগির দাম অনেক বেড়েছে। আমরা আজ এ নিয়ে কথা বলতে মুরগি ব্যবসায়ীদের ডেকেছিলাম। কিন্তু তারা আসেননি। এর আগে দাম বাড়ল। তখন ধরপাকড় করা হলে দাম কমে আসে। এখন রমজান সামনে রেখে আবার মুরগির দাম বাড়ানো হলো কেন? এভাবে সমাধান আসবে না। আমরা সরকারের কাছে আমদানি উন্মুক্ত করে দিতে বলব। আগামী দু-তিন মাস আমদানি করা হোক। এ ছাড়া আর আমরা কোনো পথ দেখছি না।’

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর