ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুর সঙ্গে বৈঠকে করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়ার দূতাবাসে বৈঠক করেন তারা।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছে।
জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দু’দেশের দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়েও কথা হয়েছে।
এর আগে চলতি মাসেই দুই দফায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ