তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সম্ভব না বলে আবারও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার রাজধানীর গাবতলীতে বিএনপির সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় নজরুল ইসলাম বলেন, ‘সবাই এখন পরিবর্তন চায়। এই সরকারের পতন হবেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ভরাডুবি হবে আওয়ামী লীগের।’
সরকারের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তিনি বলেন, স্যাংশনে আওয়ামী লীগ ভয় পেয়েছে। এই স্যাংশনের কারণে সারা দুনিয়ার কাছে বাংলাদেশ আজ লজ্জিত।
স্যাংশন নিয়ে নাকি আপনারা ভয় পাননি, তাহলে এ নিয়ে এত কথা, এত টকশো কেন, প্রশ্ন তোলেন নজরুল ইসলাম।
এ সময় বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসা বিষয়ে তিনি বলেন, দেশে খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব। তবে চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে।
সমাবেশে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, ক্ষমতায় আসতে নতুন করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
এ সময় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা না নিলে এবং নেত্রীর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ উপলক্ষে দুপুরের আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্লেকার্ড ও নিজ সংগঠনের ব্যানার নিয়ে সমবেত হতে থাকেন উত্তর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক, সোহেল রহমান, এডভোকেট আখতারুজজামান, হাজী ইউসুফ, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, মিরপুর থানা বিএনপি নেতা হালিম উল্লাহ মজুমদার, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন হাওলাদার, দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক একরাম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক আকরামুল হক ও সাব্বির দেওয়ান জনি, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী ও ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু ও সদস্য এম আশরাফুল ইসলাম ও বিএনপি নেতা রাসেল আহমেদ, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি জাহিদ হোসেন মোড়ল, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা মিছিল নিয়ে সমাবেশে আসেন।
বেলা বাড়ার সাথে সাথে সমাবেশে নেতাকর্মী বাড়তে থাকে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়।
বিডি-প্রতিদিন/বাজিত