ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১২৪টি শিক্ষা বৃত্তি দেবে রাশিয়া সরকার। ঢাকায় রাশিয়ান হাউসের এক সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ জানান, বৃত্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
রাশিয়ান হাউস ইন ঢাকার (সংস্কৃতি বিভাগ, রাশিয়ান দূতাবাস) শিক্ষা বিভাগ থেকে প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আবেদনের নিয়ম জানা যাবে।
অনলাইনে আবেদনের জন্য একটি লিংকও (https://education-in-russia.com) দিয়েছে তারা। এই লিংকের মাধ্যমে অনার্স, মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশী শিক্ষার্থীরা।
রাশিয়ায় পড়াশোনার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ পাবেন সারা বছর।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ